চেয়ারম্যানেরবার্তা

Section Breaker
ড. অমুক তমুক ফলনা

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - BFE Group

Email : chairmen.bfe@gmail.com

Mobile : +880-17077-88790

স্নেহাস্পদ ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা, গৌরবময় ৩৮ বছরে পদার্পন উপলক্ষে হৃদয়-উৎসারিত একরাশ প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচিছ । তোমরা হয়তো অবহিত যে, এস.এস.সি ও এইচ.এস.সি-তে ভাল রেজাল্ট করা যত সহজ, ভার্সিটিতে চান্স পাওয়া তত সহজ নয় । কালের সসীম গণ্ডি পেরিয়ে শত ঐতিহ্যের ধারক ও বাহক “ইউনিভার্সিটি কোচিং সেন্টার (BFE) " আজ সারা বাংলাদেশে সর্বপ্রশংসিত, শীর্ষস্থানীয় ও সর্বজনবিদিত । সন্দেহ নেই, BFE পরিবারের মন, মনন, মেধা, শ্রম, নিষ্ঠা, দক্ষতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও আন্তরিক পরিচর্যা ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের প্রতিবছর পৌঁছে দেয় সাফল্যের সোনালী শীর্ষে ।

তোমরা জেনে আনন্দিত হবে যে, প্রতি বছরের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একাধিক মেধাস্থানসহ মেধাতালিকার সর্বাধিক আসনগুলো এবং প্রথম সারির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধিকাংশ আসন UCC-র কৃতী ছাত্র-ছাত্রীরা দখল করে নিয়েছে । এ এক বিরল সম্মান ও সাফল্য আমাদের জন্য বয়ে এনেছে পরম আত্মতৃপ্তি এবং অনাবিল আনন্দ । UCC-র অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস, ছাত্র-ছাত্রী ও আমাদের ঐকান্তিক নিরলস প্রচেষ্টা, সুপরিকল্পিত উন্নতমানের নিখুঁত পাঠদান পদ্ধতি ও ঈর্ষণীয় সাফল্য আমাদের করেছে শীর্ষস্থানীয় ।

এইচ.এস.সি পরীক্ষার পরবর্তী ৪/৫ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় । সঠিক সময়ে সঠিকভাবে সময়ের সদ্ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ । তাই এবছর UCC কর্তৃপক্ষ পরীক্ষার পূর্ব থেকেই পরীক্ষা চলমান সময় পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ক্লাস শুরুর পরিকল্পনা করছে । UCC পরিবারের সক্রিয় সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মন-মনন- মেধা আরো শাণিত হোক এবং তোমাদের দীপ্ত পদচারণায় মুখরিত হোক প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । আমরা আমাদের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ ।

শুভেচ্ছান্তে –

ড. অমুক তমুক ফলনা