শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থীর সুপ্ত মেধা ও প্রতিভাকে বিকশিত করা, তার চিন্তা শক্তিকে ত্বরান্বিত করা এবং তাকে ধৈর্যশীল, আত্মবিশ্বাসী, নীতিবান ও দায়িত্ববান মানুষ হিসাবে গড়ে তোলা, এই নীতিকে সামনে নিয়ে শুরু থেকেই ইউসিসি পরিবারের পথচলা । সততা, নিষ্ঠতা, সেবা ও পরিবর্তনের মন মানসিকতা নিয়ে হাটি হাটি পায়ে ৩৮ টি বছর অতিক্রম করেছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি । এগিয়ে চলেছে পরিবর্তনের প্রত্যয় নিয়ে, এগিয়ে চলেছে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে ।
আরও পড়ুন
আমাদের আছে দেশ সেরা একগুচ্ছ শিক্ষক প্যানেল।
আমাদের ৩৭ বছরের অভিজ্ঞতায় তৈরী গাইড লাইন তো আছেই।
শিক্ষার্থীদের মতামত
উৎকর্ষের জন্য শিক্ষা
২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম ৫০ এ ৫০ জন এবং DMC-তে ২৪১ জনসহ ৫৩৮০টি আসনের মধ্যে উন্মেষ থেকে চান্স পেয়েছে সর্বমোট ৪৩০০+ শিক্ষার্থী।
২০২২ মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে মেডিকেলে প্রথম ২০ এ ১৮ জন এবং DMC-তে ২০৯ জন সহ সর্বমোট ৩৫৪৬ জন শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য!
২০২১ মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষ থেকে মেডিকেলে প্রথম ১০ এ ১০ জন, প্রথম ২০ এ ১৮ জন এবং DMC-তে ১৯৬ জন সহ সর্বমোট ৩৩৫৯ জন শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য!