মোঃ ওমুক তমুক ফলনা
১ম খ ইউনিট (ঢাবি ২০২২-২৩)
বাংলা ফাইটার স্কুল এন্ড কলেজের সকলকে বলতে চাই, জীবন আসলে সহজ না,
কিন্তু জীবনকে সহজ করে নিতে হবে। আর তার জন্য প্রয়োজন একনিষ্ঠ পরিশ্রম।
যে যত পরিশ্রমই তার জীবন তত সহজ এবং উন্নত। সমস্যা আসলে কাজের মাধ্যমে
আসে আর সমাধান হবে যখন তুমি চিন্তা করতে শুরু করবে। আমার জীবনে অনেক
সমস্যা ছিল এবং আমি তার চিন্তা করে সমাধান করেছি। আমার ছোটবেলা ছিলো
দারিদ্রতার ভরপুর, কিন্তু আমার চিন্তা আর প্রচেষ্টা আমাকে থামিয়ে রাখতে পারেনি।
তোমার পকেটের টাকাগুলো আছে সে টাকার কোনো একটিতে হয়তো আমার হাতে
স্বাক্ষর খুঁজে পাবে। কারণ আমার প্রচেষ্টায় আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিলাম।
তোমাদের সকলের প্রতি আমার শুভকামনা রইল।