একমুঠো শান্তি চাই

বাস্তব ঘটনা অবলম্বনে

10/12/2025 05:52 PM

আজ পুলিশ অফিসে আমার রুমে বসে কাজ করতেছি। একপর্যায়ে আমার অর্ডারলি বললো স্যার, একজন ভিজিটর এসেছেন দেখা করতে, বলে একটা কার্ড দিল। আমি দেখলাম একজন ডাক্তার আমার সাথে দেখা করতে চান। তারপর উনি দেখা করলে তার কাছ থেকে শুনে আমি এই লিখা লিখছি।

আজ থেকে ৬ বছর পূর্বে আমি ডাক্তারদের একটা প্রগামে আমার স্ত্রীর সাথে পরিচয়। একপর্যায়ে মেসেঞ্জারে নক।উনার কোন পূর্ব রিলেশন আছে কি না জিজ্ঞেস করলে বলেন নাই।তারপর পারিবারিক আলাপে দুই পরিবার এর মতামতের ভিত্তিতে বিয়ে হয়।স্ত্রী ও ডাক্তার।

বিয়ের পর বুঝতে পারলাম, আমার স্ত্রী মিথ্যা বলেছে। তাহার পূর্বে রিলেশন ছিল। তখন তাকে বুঝালাম যে অতীত থাকতে পারে। কিন্তু বর্তমানে না থাকলেই হয়। তারপরে ও সংসার জোড়া লাগতেছে না।

আমার স্ত্রীর আপত্তি, আমার মা বাবা আমার বাসায় আসলে। দেখাগেছে সে, আমার ব্যবহার করতেছেনা।বিরক্ত হচ্ছে। তাছাড়া ফ্ল্যাট বা কোন কিছু কিনতে চাইলে ওর নামে কিনতে হবে।

সংসারে আমার স্ত্রীর মন নেই। কারণে অকারণে ঝগড়া লেগে থাকে।আমি ভাবলাম বাচ্চা নিলে বোধহয় সংসার ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চা হওয়ার পরেও অশান্তি লেগে আছে। আজ ৬ বছর হলো বিয়ের, আর পারতেছি না। একমুঠো শান্তি চাই।

সর্বশেষ স্ত্রী ভাড়াটে লোকজন নিয়ে তাহার চেম্বার ভাঙচুর, তাকে মারধোর, পাসপোর্ট চেকবই নিয়ে যাওয়া। এনিয়ে আমি আদালতে মামলা করলে স্ত্রী গতদিন আমার বিরুদ্ধে পাল্টা যৌতুকের মামলা ঠুকে দেয়।

এখন আমি কি করতে পারি। সেই আইনি সাহায্যের জন্য এসেছেন।

প্রিয় পাঠক,
এ থেকে কি শিক্ষা পেলাম।

১)টাকাই সুখ আনতে পারে না।নাহলে এদের টাকা আছে, কিন্তু মনে সুখ নেই।
২)কারো মেসেঞ্জারে মিথ্যা প্রলোভনে বিশ্বাস করে ঠকবেন না।

এই ছোট মেয়ে বাচ্চার কি হবে যদি মা-বাবার ডিভোর্স হয়ে যা?আর এই স্বামী কিভাবে একমুঠো শান্তি পেতে পারেন? ধন্যবাদ।

পূর্ববর্তী
পূর্ববর্তী লেখা পড়ুন